• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

রিফাত হত্যা: ২ নম্বর আসামি গ্রেফতার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ জুলাই ২০১৯  

বরগুনায় ‘রিফাত শরীফ হত্যা’ মামলার ২ নম্বর আসামি রিফাত ফরাজীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৩ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বরিশাল রেঞ্চের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিষয়টি জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০২ জুলাই) রাত আড়াইটার দিকে রিফাত ফরাজীকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে তোলা হবে। এ নিয়ে রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত পাঁচজন এবং সন্দেহজনক হিসেবে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া এ মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

রিফাত হত্যা মামলার এজাহারভুক্ত গ্রেফতাররা হলেন- মামলার ২ নম্বর আসামি রিফাত ফরাজী (২৩), ৪ নম্বর আসামি চন্দন (২১), ৯ নম্বর আসামি মো. হাসান (১৯), ১১ নম্বর আসামি মো. অলিউল্লাহ অলি (২২), ১২ নম্বর আসামি টিকটক হৃদয় (২১)।

এছাড়া, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে মো. নাজমুল হাসান (১৯), তানভীর (২২), মো. সাগর (১৯), কামরুল হাসান সাইমুন (২১) ও রাফিউল ইসলাম রাব্বিকে গ্রেফতার করা হয়েছে।

আসামি চন্দন ও হাসান সাতদিনের এবং সাগর, সাইমুন ও নাজমুল পাঁচদিনের রিমান্ডে রয়েছে। আর রিফাত হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার ১১ নম্বর আসামি অলি ও ফুজেট দেখে সন্দেহভাজন হিসেবে আটক হওয়া অভিযুক্ত তানভীর।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৯ আপডেট: ১১১৮ ঘণ্টা