• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

অনলাইন গণমাধ্যমের নিবন্ধনের সময় বাড়ল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ জুলাই ২০১৯  

আগামী ১৫ জুলাই (সোমবার) পর্যন্ত অনলাইন গণমাধ্যমগুলোর নিবন্ধনে আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধি করেছে সরকার। বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। গত ৩০ জুন তথ্য মন্ত্রণালয় থেকে সময় বাড়িয়ে আদেশ জারি করা হয়েছে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।

এর আগে বিদ্যমান অনলাইন নিউজ পোর্টালগুলো সরকারি নিবন্ধনের জন্য আবেদনের শেষ সময় ছিল গত ৩০ জুন। তথ্য অধিদফতরের ওয়েবসাইটে দেয়া নির্ধারিত ফরমে এ আবেদন করতে হবে। ফরমে উল্লিখিত বিবরণ অনুযায়ী সব প্রমাণসহ এ আবেদন ডাকযোগেও পাঠানো যাবে। ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের ফের আবেদনের প্রয়োজন নেই বলে এর আগে তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল।

তথ্য অধিদফতরের ওয়েবসাইট http://www.pressinform.gov.bd এ দেয়া নির্ধারিত ফরমে এ আবেদন করতে হবে।