• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

বন্যা কবলিত ১০ জেলা, আক্রান্ত হতে পারে আরো

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯  

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, দেশের ১০টি জেলা বন্যা কবলিত। দুই তিন দিনের মধ্যে আক্রান্ত হতে পারে আরো কয়েকটি জেলা। 

শুক্রবার সকালে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

ত্রাণ প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত হয়েছে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সুনামগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, নীলফামারী, বান্দরবান ও কক্সবাজার। সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। ফলে ওই এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে।

তিনি আরো জানান, এরই মধ্যে ক্ষতিগ্রস্ত ১০টি জেলায় ৫০ হাজার মেট্রিক টন শুকনো খাবার ও ২ কোটি ৯২ লাখ নগদ টাকা দেয়া হয়েছে। ৩৫ জেলায় আগামী প্রস্ততি নেয়া হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র। ত্রাণের অর্থ ও সামগ্রী চুরির মানসিকতা কারো মধ্যে নেই বলেও দাবি করেন ত্রাণ প্রতিমন্ত্রী।