• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

নান্দাইলে ডোপ টেস্ট কার্যক্রম শুরু

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

মহাসড়কে যানবাহন চালকদের ডোপ টেস্ট কার্যক্রম শুরু করেছে ময়মনসিংহের নান্দাইল হাইওয়ে থানা পুলিশ। বুধবার বিকেলে এই কার্যক্রম শুরু হয়।

মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকরা কোনো প্রকার মাদক সেবন করে গাড়ি চালাচ্ছে কি না, তা ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষার এ পদক্ষেপ নেয়া হয়েছে 

হাইওয়ে থানার ওসি মো. জিয়াউল হক এই কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন চীন থেকে আমদানীকৃত অ্যালকোহল ডিটেক্টর যানবাহনের চালকদের মুখের ভিতর ধরার সঙ্গে সঙ্গে মাদক বা কোনো প্রকার অ্যালকোহল গ্রহণ করেছে কি না তা তাৎক্ষণিকভাবে এই যন্ত্রের মাধ্যমে জানা যাবে। 

প্রথমদিন ঘন্টাব্যাপী মাদক সেবন পরীক্ষা চলাকালে কোন চালককের দেহে মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। ফলে উপস্থিত জনতা তাদের করতালি দিয়ে অভিনন্দন জানান।

ওসি আরো বলেন, আমরা প্রতিদিনই এই কার্যক্রম অব্যাহত রাখবো।