• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ছেলেকে গুম

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

সুনামগঞ্জের তাহিরপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ছেলেকে গুম করার অভিযোগ পাওয়া গেছে বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে তাহিরপুরের ভারপ্রাপ্ত ইউএনও মুনতাসির হাসান পলাশ এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আজিজুর রহমান ওই উপজেলার বালিজুড়ী ইউপির পিরোজপুরের হাফিজুর রহমানের ছেলে।

তাহিরপুর থানার এসআই মোস্তফা কামাল জানান, ৭ অক্টোবর ছেলে রিমন মিয়াকে গুমের অভিযোগে ইছবপুর গ্রামের মোশারফ সিকদার, মোবারক সিকদার, তার স্ত্রী ফাতেহা আক্তার, পিরোজপুরের ময়না মিয়া, আজিজুর রহমানের প্রথম স্ত্রী জামিনা খাতুন, তার ছেলে মনির হোসেনকে আসামি করে মামলা করেন আজিজুর রহমানের দ্বিতীয় স্ত্রী লিপিয়া বেগম।

এসআই মোস্তফা আরো জানান, মামলার পর আজিজুর রহমানকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ছেলেকে গুম করেছেন। ছেলে রিমন কিশোরগঞ্জের কটিয়াদীতে আজিজুরের শালিকার বাড়িতে আছে। বুধবার সন্ধ্যায় মল্লিকপুর আবদুজ জহুর ব্রিজ থেকে কৌশলে রিমনকে উদ্ধার করা হয়েছে। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।