• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আট বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯  

অনুপ্রবেশকারী আট বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বৃহস্পতিবার বিকেলে ভারত-বাংলাদেশের সীমান্ত নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর জিরো পয়েন্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ বাহিনীর এক বৈঠকে তাদের ফেরত দেয় ভারত।

এই সময় বাংলাদেশের পক্ষে দুর্গাপুর থানার এসআই সুমন চন্দ্র দাসের নেতৃত্বে ছয় সদস্যদের একটি দল চার শিশু, তিন নারী ও একজন পুরুষসহ মোট আট বাংলাদেশিকে ফিরিয়ে আনেন। তারা সবাই কলমাকান্দা উপজেলার বাসিন্দা।

গত বছরের ৫ ডিসেম্বর নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া সীমান্ত নিয়ে ভারতে অনুপ্রবেশ করে তারা। স্থানীয় কিছু দালালের মাধ্যমে ভারতের কোচবিহারে একটি মেলা দেখতে মোট ১১ জন ভারতে প্রবেশ করেন। সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের আটক করে। পরে তাদের অনুপ্রবেশের দায়ে তিন মাসের জেল দেয় ভারতীয় আদালত।
পরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে মোট ১০ মাস ৫ দিন ভারতীয় জেলে থাকার পর বৃহস্পতিবার আটজনকে মুক্তি দেয় ভারত। দুর্গাপুর থানা থেকে পরিবারের সদস্যরা তাদের বাড়ি নিয়ে যায়।

এসআই সুমন চন্দ্র সাহা জানান, দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ মিটিং এর মাধ্যমেই আট বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।