• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

দৌড়াচ্ছে আর কামড়াচ্ছে কুকুর, হাসপাতালে ৮

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৯  

পটুয়াখালীর কলাপাড়ায় বেড়েছে বেওয়ারিশ কুকুর। এতে আতঙ্কগ্রস্ত এলাকাবাসী। কিন্তু মঙ্গলবার সকাল হতে না হতেই একটি কুকুর যাকেই সামনে পেয়েছে তাকেই কামড়েছে। এতে শিশুসহ আটজন আহত হয়েছেন। উপজেলার নীলগঞ্জ ইউপির নাওয়ভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওই গ্রামের ফারিদা বেগম, আমিরুল, মাহফুজা, পারু বেগম, জাকারিয়া, দাইয়ান, শিশু সিয়াম ও জান্নাতুল। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ইউপি চেয়ারম্যান নাসির মাহমুদ জানান, সকালে নাওভাঙ্গা গ্রামের গাজী বাড়িতে ফারিদাকে কামড় দেয় একটি কুকুর। পর্যায়ক্রমে সে কুকুরটি শিশুসহ আটজনকে কামড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গ্রামের মানুষ কুকুরটিকে মেরে ফেলে।

ইউপি চেয়ারম্যান আরো জানান, কুকুর মারার ওপর আদালতের নিষেধাজ্ঞা থাকায় কোনো ব্যবস্থা নেয়া যাচ্ছে না। তবে কুকুর বিষমুক্ত রাখার ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কবির জানান, কুকুরের কামড়ে আহত হয়ে সকাল থেকে এ পর্যন্ত আটজন চিকিৎসা নিয়েছেন। হাসপাতালে কোনো ভ্যাকসিন নেই।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড. চিনময় হাওলাদার জানান, প্রায় সময় হাসপাতালে কুকুরের কামড়ে আহতরা আসেন। সরকারি ভ্যাকসিন সাপ্লাই না থাকায় দিতে পারছি না। বাইর থেকে কিনতে একটি ভ্যাকসিন প্রায় ৫শ’ টাকা লাগে।