• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

এনআইডি সেবা আবার চালু

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯  

দীর্ঘ ১২ দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা। নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে সমস্যা দেখা দেয়ায় ১২ দিন এ কাজ বন্ধ ছিল। মঙ্গলবার থেকে তা আবার চালু হয়েছে।

ইসির যুগ্ম-সচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, সার্ভার আপগ্রেশনের কাজ করায় কয়েকদিন এ সেবা বন্ধ ছিল। মঙ্গলবার থেকে আবার তা চালু করা হয়েছে। সার্ভার সংক্রান্ত কোনো সমস্যা নেই। সার্ভার এখন পুরোপুরি ঠিক আছে।

জানা যায়, সার্ভার সংক্রান্ত জটিলতার কারণে ১০-২১ জানুয়ারি পর্যন্ত এনআইডি সংক্রান্ত যাবতীয় সেবা বন্ধ রাখে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এ সময় জাতীয় পরিচয়পত্রের কাজ করতে সমস্যা হলেও অন্যান্য কাজ চলেছে। প্রায় ১০৩টি কোম্পানির মধ্যে ডেলকো, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের কাজ চলেছে।

প্রসঙ্গত, সারাদেশে প্রতিদিন গড়ে প্রায় পাঁচ হাজারের মতো মানুষ এনআইডি সেবা নিয়ে থাকেন।