• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

মুক্তিযুদ্ধ ও গণহত্যা স্মরণে আন্তর্জাতিক সম্মেলন আজ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩  

১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের উদ্যোগে আজ শনিবার রাজধানীতে ‘বাংলাদেশ গণহত্যা স্মরণ ও মুক্তিযুদ্ধ ১৯৭১ বহুমাত্রিকতার খোঁজে’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় বাংলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সংগঠনের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুনের সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক সজল নাগ। দিনব্যাপী চারটি অধিবেশনে অন্যদের মধ্যে বক্তব্য দেবেন প্রবন্ধকার সঞ্জয় কে ভরদ্বাজ, তিস্তা দাস, কিংশুক চ্যাটার্জি, সাগর তরঙ্গ মণ্ডল, চৌধুরী শহীদ কাদের, সহুল আহমদ, অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়, পুনম মুখার্জি, মহিউদ্দিন জাহাঙ্গীর, সুশ্রিতা আচার্যী, কৌশিক বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা ঘোষাল প্রমুখ। পৃথক অধিবেশনে সভাপতিত্ব করবেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, শিল্পী হাশেম খান, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ও অধ্যাপক মুনতাসীর মামুন।