• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

খালেদার নাইকো মামলায় চার্জ শুনানি ২৩ এপ্রিল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯  

দুর্নীতির মামলায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার চার্জ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ এপ্রিল ধার্য করেছে আদালত।

বুধবার পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে খালেদা জিয়ার পক্ষে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি।

এদিন খালেদা জিয়ার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ চার্জ শুনানি পেছানোর আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে হাসপাতালের ভর্তি করা হয়েছে। তার অনুপস্থিতিতে চার্জ শুনানি করা আইন সম্মত নয়।

এ সময় বিচারক দুদকের আইনজীবীর বক্তব্য শুনতে চান। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, খালেদা জিয়া অসুস্থ। চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে আনা যায়নি। তার চিকিৎসার বিষয়ে আদালত অবহিত রয়েছেন। একটি শর্ট ডেট দেন। যাতে উনি (খালেদা জিয়া) সুস্থ হয়ে আদালতে আসতে পারেন আর আমরা মামলার কার্যক্রম চালিয়ে যেতে পারি।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৩ এপ্রিল পরবর্তী চার্জ শুনানির তারিখ ধার্য করেন।

২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটির তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দিয়ে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা ক্ষতির অভিযোগে মামলাটি করা হয়।