• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’র প্রতিযোগী সেই জেসিয়া

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

শোবিজের আলোচিত নাম জেসিয়া ইসলাম। ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হয়েছিলেন তিনি। এই খেতাব জেতার পর চীনে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা ত্রিশ-এ স্থান করে নেন জেসিয়া। নতুন খবর হলো জেসিয়া এবার অংশ নিচ্ছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায়। 

শুধু তাই নয়, দেড় হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এখন অবস্থান করছেন শীর্ষ ১০-এ। জেসিয়া ছাড়াও অন্য প্রতিযোগীদের মধ্যে আছেন শিরিন শিলা, তামান্না ইশরাত সোহানী, মারিয়া মুমু, সানোয়ার তায়েফা, আফলা আরমান, ইরানা ইশরাত, স্মৃতি আকতার, আলিশা ইসলাম ও তোশিবা আনিতা ইসলাম। 

আয়োজকদের পক্ষ জেসিয়ার অংশগ্রহণ বিষয়ে বলা হয়, কেউ অন্য প্রতিযোগিতায় অংশ নিলেও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এ অংশ নিতে কোনো বাধা নেই। সেদিক থেকে জেসিয়া স্বাভাবিক প্রক্রিয়ায় নিবন্ধন করে এতে অংশ নেন। আর বিষয়টি আমরা জানতে পারি সেরা ৫০ জনের তালিকা হওয়ার পর। এরপর তিনি সেরা ১০-এ স্থান করে নিয়েছেন নিজ যোগ্যতায়। 

আগামী ২৩শে অক্টোবর অনুষ্ঠিত হবে প্রথম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে। এ অনুষ্ঠানে বিজয়ীকে ক্রাউন পরিয়ে দেবেন ১৯৯৪ সালের ‘মিস ইউনিভার্স’ বিজয়ী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।