• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ভারতে বিদেশীদের জন্য ‘নির্বাচনী ভ্রমণ প্যাকেজ’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯  

নির্বাচন মানেই উৎসব! এটাকে কেন্দ্র করে মোটা অঙ্কের পয়সা কামিয়ে নিচ্ছে সবাই। ট্রাভেল এজেন্সিগুলোও বসে নেই, গুজরাটে বিদেশিদের জন্য খুলেছে নির্বাচনী ভ্রমণ প্যাকেজ। এর মধ্যে এটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।

ভারত বড় দেশ। বিশ্বের বৃহত্তম নির্বাচন হিসেবেও পরিচিত ভারতের লোকসভা নির্বাচন। সেখানে সাধারণ নির্বাচনের মতো একটা বিপুল আয়োজন কীভাবে সম্ভব, বিদেশিদের মধ্যে অনেকেই তা জানতে আগ্রহী। তাদের সেই আগ্রহকে কাজে লাগিয়ে গুজরাটের বেশ কিছু ট্রাভেল এজেন্সি!

এজেন্সিগুলো মূলত নির্বাচনের প্রচার-প্রচারণা, ভোট গ্রহণ, ফলাফল ঘোষণার পদ্ধতি বিদেশি পর্যটকদের ঘুরিয়ে দেখায়। তাতে বিভিন্ন জায়গায় নানা দলের প্রার্থীর সঙ্গে দেখা করে কথা বলা, ইচ্ছে করলে প্রচারের সময় তাদের সঙ্গী হওয়া, ভোটারদের সঙ্গে কথা বলাসহ নানা রকম ব্যবস্থাই থাকে। ছ'দিনের জন্য খরচ ৪০ হাজার টাকা, দু'সপ্তাহের প্যাকেজ দেড় লাখ টাকা।

এবার গুজরাটের ২৬টি লোকসভা কেন্দ্রে একদিনই ভোট, আগামী ২৩শে এপ্রিল। এই ভ্রমণও সেদিনই শেষ। এটা শুরু হয়েছিল ২০১৪ সালের সাধারণ নির্বাচনের সময়। সেবার ১৮শ’ বিদেশি এসেছিলেন। এবার ট্যুর অপারেটররা আশা করছেন সংখ্যাটা বেড়ে আড়াই হাজার হবে।