• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

পাকিস্তানকে পানি দেয়া বন্ধ করে দেব: মোদি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

পাকিস্তানকে পানি দেয়া বন্ধ করে দেয়ার হুশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার হরিয়ানার হিসারে নির্বাচনী জনসভায় এ হুশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, পাকিস্তানকে পানি দেয়া বন্ধ করে দেব। সেই পানি এবার থেকে হরিয়ানা ও পঞ্জাবের চাষীরা পাবেন।

মোদি বলেন, ৭০ বছর ধরে হরিয়ানা ও পাঞ্জাবের চাষীদের ভাগের জল চলে গেছে পাকিস্তানে। কিন্তু মোদি সেটা আটকে দেবে। আপনাদের ঘরে পৌঁছবে ওই জল। ওই জল হরিয়ানা ও পাঞ্জাবের কৃষকদের।

দেশটির জলসম্পদ মন্ত্রণালয়ের খবর, ভারত থেকে জল যাতে পাকিস্তানে না যায় তার জন্য এরইমধ্যেই পদক্ষেপ নেয়া শুরু করেছে দিল্লি। সিন্ধুর জল আটকানোর পরিকল্পনা করা হচ্ছে। সিন্ধুর অতিরিক্ত জলকে রাভি নদীতে ফেলে জলের সমস্যা মেটানোর চিন্তাভাবনা করা হচ্ছে।

ভারতের এ পরিকল্পনা নিয়ে ওয়াকিবহাল পাকিস্তানও। এ ধরনের সমস্যা হলে যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে বলে হুমকি দিয়েছে ইসলামাবাদ।