• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

মাতৃদুগ্ধের ঘ্রাণ, কোলের শিশুর জীবন কেড়ে নিল বিড়াল!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৯  

ছয় মাসের শিশু কন্যা আলেক্সান্দ্রা বেবি ট্রলিতে ঘুমাচ্ছিল। মা গৃহের কাজে ব্যস্ত। শিশুটির মুখে মায়ের দুধ লেগেছিল। সেই দুধের ঘ্রাণে হানা দেয় পোষা বিড়াল। কোনো শব্দ ছাড়াই মায়ের অজ্ঞাতে মৃত্যু হয় শিশুটির।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ভিনাৎ শহরে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে। মঙ্গলবার এ খবর দিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মেইল।

নিহত শিশুটির নাম আলেক্সান্দ্রা। ঘটনার সময় মা শেজহানা কন্যাকে দুধ খাইয়ে বেবি ট্রলিতে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। কাজ শেষ করে এসে দেখতে পান নিজের পোষা বিড়াল কন্যার মুখের ওপর শুয়ে আছে। তাকে দেখেই বিড়ালটি দ্রুত পালিয়ে যায়। পরে তিনি দেখতে পান, আলেক্সান্দ্রার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে গেছে।

এসময় শেজহানা এক প্রতিবেশির সহায়তায় দ্রুত ডাক্তার ডাকেন। ডাক্তার এসে মেয়েটিকের শরীরে তাপ লক্ষ্য করলেও কার্যত সে বেঁচে ছিল না। 

স্থানীয় ডাক্তার হেলায়না জাখারচুক বলেন, সেখানে দুধের ঘ্রাণ ছিল। আর ট্রলির ভেতরটা বেশ উষ্ণ ছিল। সম্ভবত বিড়ালটি দুধের ঘ্রাণ পেয়ে সেখানে যায়। পরে সে উষ্ণতা পেয়ে শিশুটির ওপর শুয়ে পড়ে। এতে দম বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে।