• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

ভুল করে অন্য বন্দরে নেমে বিমান বিধ্বস্ত, নিহত ১৫

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০১৯  

ইরানে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছে। সোমবার দেশটির রাজধানী তেহরানের পার্শ্ববর্তী কারাজ শহরের কাছে কিরগিজস্তানে বিধ্বস্ত হওয়া বোয়িং ৭০৭ বিমানটির ১৬ আরোহীর মধ্যে একজন ছাড়া বাকি সবারই মৃত্যু হয়েছে।

দুর্ঘটনাস্থলে হেলিকপ্টার ও কয়েকটি উদ্ধারকারী দল পৌঁছে এবং উদ্ধার তৎপরতা শুরু করেছে। খবর ভয়েস অব আমেরিকার।

প্রাথমিকভাবে জানা যায়, কারাজ শহরের পাইয়াম বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও বিমানটি ভুল করে ফাতেহ বিমানঘাঁটিতে নামে, যা বিশাল আকারের কার্গোবিমান অবতরণের উপযোগী নয়। এরপর পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পাশের একটি দেয়ালে ধাক্কা খায়। দুর্ঘটনায় বেশ কয়েকটি আবাসিক ভবনেরও ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

কার্গো বিমানটির ১৬ আরোহীর মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১৫ জনের মধ্যে সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় একাধিক আবাসিক ভবনের ক্ষতি হলেও সেসব ভবনে ঘটনার সময় কেউ উপস্থিত ছিল না।