• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

মিছিলে রিজভীর কৌশল, অবশেষে রহস্য ভেদ!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ মে ২০১৯  

নিউজ ডেস্ক: প্রায়শই কাক ডাকা ভোরে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে রিজভীর সাত-সকালের বিক্ষোভ মিছিলে বিএনপির কোনো পরিচিত নেতা বা কর্মীকেই দেখা যায় না। রিজভী কাদেরকে নিয়ে প্রাতঃ মিছিল করেন, সেটি নিয়েও দলে চলছিল নানা সমালোচনা। এবার সেই ঘটনার রহস্য ভেদ হয়েছে।

গোপন সূত্রের বরাতে জানা গেছে, তৃণমূলে রিজভীর জনপ্রিয়তা থাকলেও কেন্দ্রের নেতাকর্মীদের কাছে রিজভী বদমেজাজি হিসেবে পরিচিত। আর তাই বিক্ষোভ বা যেকোনো কর্মসূচিকে কেন্দ্র করে রিজভীর ডাকে সাড় দিতে চান না রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন কমিটির নেতা-কর্মীরা। তাই দলে অবস্থান ধরে রাখতে এবং সমালোচনা এড়াতে ভাড়া করা কর্মী দিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন রিজভী। এতদিন বিষয়টি দলের শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা হলেও তা এবার প্রকাশ্যে এসেছে।

মঙ্গলবার (২১ মে) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল শেষে এ নিয়ে বেরিয়ে এসেছে সেই তথ্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এ কর্মসূচি আয়োজন করার পর মিছিল শেষে রিজভীর খোঁজে কয়েকজন যুবককে দেখা যায়। রিজভীকে কেন খুঁজছেন, এমন প্রশ্নে ভয়ে হড়বড় করে যুবকরা পয়সার বিনিময়ে মিছিলে যোগদান করার বিষয়ে রিজভীর নিমন্ত্রণের বিষয়টি জানান। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই রিজভী এমন কৌশল নিয়ে চলছে নানা গুঞ্জন ও সমালোচনা।