• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

বোলিংয়ে সবার সেরা ফরহাদ রেজা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯  

বিপিএলে রংপুর রাইডার্সের পক্ষে চৌকস নৈপুণ্য দেখানো রাজশাহীর অলরাউন্ডার ফরহাদ রেজা প্রিমিয়ার টি টোয়েন্টি লিগেরও সেরা পারফরমার হয়েছেন। আর এবার পঞ্চাশ ওভারের প্রিমিয়ার লিগেও ফরহাদ রেজার বোলিং যেন আগুনের গোলা। 

বল হাতে রীতিমত আগুন ঝড়াচ্ছেন। ১১ খেলায় ২৭ উইকেট শিকারি ফরহাদ রেজা উইকেট শিকারে সবার ওপরে। তার ধারে কাছে নেই আর কেউ। ওভার পিছু ৪.৭৩ রান দেয়া ফরহাদ রেজার বোলিং গড়টাও বেশ ১৬.৫৯। ম্যাচে সেরা বোলিং; ৫/৪০।

লিগের পুরো প্রথম পর্বে দুবার চার উইকেট আর একবার ৫ উইকেট শিকারি ফরহাদ রেজার এই সাড়া জাগানো বোলিং তাকে শুধু পাদপ্রদিপের আলোয়ই নিয়ে যায়নি। নির্বাচকরাও ফরহাদ রেজার বোলিংয়ের সন্তুষ্ট। তাকে বিশ্বকাপ দলে জায়গা দেয়া যায় কিনা? এমন চিন্তাও চলছে।

বল হাতে ফরহাদ রেজার দাপটের মাঝে প্রথম পর্বে ২০ উইকেটের বেশি পেয়েছেন আর মাত্র দুইজন বোলার। খেলাঘর সমাজ কল্যাণ সমিতির তরুণ পেসার রবিউল হক ২২টি এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তরুণ বাঁহাতি স্পিনার হাসান মুরাদ শিকার করেছেন ২০টি উইকেট।

চলতি প্রিমিয়ার লিগের প্রথম পর্বে সেরা বোলারদের তালিকা

১. ফরহাদ রেজা: ১১ ম্যাচে ২৭ উইকেট, সেরা বোলিং ৪০ রানে ৫ উইকেট
২. রবিউল হক: ১১ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ৪১ রানে ৫ উইকেট
৩. হাসান মুরাদ: ১১ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ৩০ রানে ৪ উইকেট
৪. দেলোয়ার হোসেন: ১০ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ১৯ রানে ৫ উইকেট
৫. কামরুল ইসলাম রাব্বি: ১১ ম্যাচে ১৭ উইকেট, সেরা বোলিং ২৪ রানে ৫ উইকেট
৬. সোহাগ গাজী: ১১ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ২১ রানে ৪ উইকেট
৭. আরাফাত সানি: ১১ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ৬২ রানে ৪ উইকেট
৮. নাবিল সামাদ: ১০ ম্যাচে ১৫ উইকেট, সেরা বোলিং ২৯ রানে ৩ উইকেট
৯. মোহাম্মদ শহীদ: ১০ ম্যাচে ১৫ উইকেট, সেরা বোলিং ২৩ রানে ৪ উইকেট
১০. সালাউদ্দিন শাকিল: ১০ ম্যাচে ১৫ উইকেট, সেরা বোলিং ২১ রানে ৪ উইকেট