• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

ইংল্যান্ডের ‘বার্মি আর্মি’কে ভয় নেই অস্ট্রেলিয়ার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ মে ২০১৯  

এবারের বিশ্বকাপ বসবে ইংল্যান্ডের মাটিতে। এই আসরকে সামনে রেখে ইতিমধ্যেই সেখানে পৌছেছে অস্ট্রেলিয়াসহ অন্যসব দল। তবে বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের বিরক্ত করার নানান আয়োজন হাতে নিয়েছে ইংল্যান্ডের বিখ্যাত সমর্থক গোষ্ঠি বার্মি আর্মি।

মূলত বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ থাকা দুই ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথকে ইঙ্গিত করে গান বানাবে তারা। যার আভাস পাওয়া গিয়েছে আজকের প্রস্তুতি ম্যাচেই। যেখানে মাঠে নামার সময় বছরখানেক আগের বল টেম্পারিং কাণ্ডের কথা মনে করিয়ে এক দর্শক চিল্লিয়ে বলে ওঠেন, ‘বেরিয়ে যাও, অসৎ কোথাকার!’

পুরো বিশ্বকাপজুড়েই অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সহ্য করতে হবে এমন সব পরিস্থিতি- তা একপ্রকার নিশ্চিতই বলা চলে। তবে ইংল্যান্ডের সমর্থকদের এমন হুমকিতে অস্ট্রেলিয়া ভয় পায় না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্র্যাড হ্যাডিন।

এমনকি বার্মি আর্মির এমন হুমকি নিজের ক্যারিয়ারের অন্যতম উপভোগ্য বিষয় ছিলো বলেও জানিয়েছেন তিনি। হ্যাডিন বলেন, ‘ইংল্যান্ডের সমর্থকরা খেলার সঙ্গে ‍যুক্ত থাকবে না এটাই বরং হতাশার বিষয় হতো। আমার ক্যারিয়ারে যে কয়েকটা জিনিস আমি উপভোগ করেছি, তার মধ্যে অন্যতম ছিলো ইংল্যান্ডের সমর্থকদের হুমকি।’

তবে ইংলিশ সমর্থকরা ভালো ক্রিকেটকে সম্মান করে বলেও মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, ‘আমি একটি ব্যাপার লক্ষ্য করেছি তারা ভালো ক্রিকেটকে সম্মান করে। তারা হয়ত গান করবে, মজা করবে। কিন্তু আমি কখনো কোনো ইংল্যান্ড সমর্থককে একটা ভালো সেঞ্চুরি অথবা পাঁচ উইকেটকে সম্মান না করে থাকতে দেখেনি।’

হ্যাডিন আরও বলেন, ‘আমার এখনও প্রথম বিশ্বকাপ এর কথা মনে আছে। যদিও সেই বিশ্বকাপে (২০০৭ বিশ্বকাপ) আমি কোনো ম্যাচ খেলিনি। তবু আমার সেই বিশ্বকাপের কথা ২০১৫ সালের বিশ্বকাপের মতোই মনে আছে। প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। তারা (অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা) জানে বিশ্বকাপে তাদের নিয়ে সবার কি প্রত্যাশা।’