• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

নতুন চ্যাম্পিয়নকে বরণ করতে প্রস্তুত লর্ডস!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯  

১৯৯২ সালের পর এই প্রথম ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড, তাও নিজেদের মাটিতে। স্বাভাবিকভাবে একটু বেশিই উৎফুল্ল ইংলিশরা। অন্যদিকে, নিউজিল্যান্ড ২০১৫ বিশ্বকাপের রানার্স আপ হলেও শিরোপা যে ছুঁয়ে দেখা হয়নি এখনো। এই দুই দলের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল, লর্ডসে। চ্যাম্পিয়ন যে-ই হোক, নতুন শিরোপাধারীদের বরণ করতে প্রস্তত লর্ডস।

আগামী রোববারকে স্মরণীয় করে রাখতে চান ইয়ান মরগান। বললেন, আমরা লর্ডসের মাঠে ফাইনাল খেলার সুযোগ পেয়েছি। এটা আমার জন্য, আমাদের দলের জন্য অনেক সম্মানের ব্যাপার। এটা আমরা অর্জন করেছি। চেষ্টা করব আগামী রোববারও এমন কিছু করতে, যা স্মরণীয় হয়ে থাকে আমাদের প্রত্যেকের জীবনে।

অতীতে তিন-তিনবার ফেভারিট তকমা নিয়েও যে ট্রফি স্পর্শ করতে পারেনি ইংলিশরা, এবার সেটাই করার খুব কাছাকাছি তারা এবং সেটা আবার 'হোম অব ক্রিকেটে'!  কালকের এই ফাইনাল ঘিরে স্থানীয়দের মধ্যে দারুণ এক রোমাঞ্চ কাজ করছে।

নিউজিল্যান্ডের আগের আসরের ফাইনাল খেলার টাটকা অভিজ্ঞতা আছে। আগেরবারের ফাইনাল খেলা অনেকেই আছেন কিউইদের এই দলে। সুতরাং কালকের ফাইনালে ব্রিটিশ সিংহরা ফেভারিট হলেও কিউইরা কিন্তু সুযোগ বুঝে ঠিকই চাপে ফেলতে পারবে তাদের। দুটি সেমিফাইনাল দেখার পর কেউ কেউ বলছেন যে, ফাইনাল হবে দুই দলের পেসারদের মধ্যেই! লর্ডসের নতুন পিচের ফাইনালে তাই জমজমাট একটি রোববারের অপেক্ষায় এখন লন্ডন।