• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

লাঞ্চের পরই আউট লিটন, ৪০০ পেরল বাংলাদেশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮  

লাঞ্চের পর নেমেই আউট হলেন লিটন দাস। ব্রেথওয়েটের বলে ৫৪ রান করে বোল্ড হন তিনি। উইকেটের অপর প্রান্তে ৮২ রান করে ব্যাট করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন মেহেদী হাসান মিরাজ।

এর আগে গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছিল ৫ উইকেটে ২৫৯ রান। দিন শেষে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ৫৫ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৩১ রানে অপরাজিত ছিলেন। প্রথম দিনে অভিষিক্ত সাদমান ইসলাম ৭৬ রান করেন। চট্টগ্রামে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ব্যাট করতে নামে সাকিব-রিয়াদ। ক্যারিবীয় পেসার কেমর রোচ বল হাতে দিন শুরু করেন। সাকিব আল হাসান প্রথম ওভারেই বাউন্ডারি দিয়ে ভালো শুরুর ইঙ্গিত দেন।

দিনের সপ্তম ওভারে কেমর রোচের পঞ্চম বলে শাই হোপকে ক্যাচ দিয়ে ফিরেন সাকিব আল হাসান। ষষ্ঠ উইকেট জুটিতে সাকিব-মাহমুদউল্লাহ ১১১ রানের জুটি গড়েন। ১৩৯ বলে ৮০ রান করেন সাকিব।

দ্বিতীয় দিনের প্রথম সেশনের ১১ তম ওভারেই ক্যারিয়ারের ১৬ তম হাফ সেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন পুরোটাই নিজেদের করে নেয় বাংলাদেশ। সাকিব আল হাসানের উইকেট ছাড়া এই সেশনে আর কোন উইকেট হারায় নি টাইগাররা। সপ্তম উইকেট জুটিতে লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি গড়ে লাঞ্চ বিরতিতে যান।