• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

সাকিব-মিরাজের স্পিনে কাঁপছে উইন্ডিজ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮  

প্রথম ইনিংসে বাংলাদেশের ৫০৮ রানের রানের জবাবে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ

দারুণ এক ডেলিভারিতে কাইরন পাওয়েলকে ফেরালেন মেহেদী হাসান মিরাজ।

অফ স্পিনারের বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন বাঁহাতি ওপেনার। অ্যাঙ্গেলে ভেতরে ঢোকা বল ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত হানে স্টাম্পে।

১৫ বলে ৪ রান করেন পাওয়েল। ৬ রানে দ্বিতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে শেই হোপের সঙ্গী সুনিল আমব্রিস।

ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশ পেল সাফল্য। অসাধারণ এক ডেলিভারিতে সাকিব আল হাসান বোল্ড করে দিলেন ক্রেইগ ব্র্যাথওয়েটকে।

ফুল লেংথ বলটি পিচ করে বেরিয়ে যাওয়ার বদলে ঢুকল ভেতরে। ডানহাতি ব্র্যাথওয়েট টার্ন করবে ভেবে ড্রাইভ করতে গিয়ে বিশাল ফাঁক রেখে দিলেন ব্যাট-প্যাডে। বল নাড়িয়ে দিল স্টাম্পস।

শূন্য রানে আউট হলেন ক্যারিবিয়ান অধিনায়ক। প্রথম ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে শূন্য।

৫০৮ রানে থামল বাংলাদেশ

মাহমুদউল্লাহকে বোল্ড করে প্রথম ইনিংসে বাংলাদেশকে ৫০৮ রানে থামালেন জোমেল ওয়ারিক্যান।

বাঁহাতি স্পিনারকে ড্রাইভ করতে গিয়ে বলে-ব্যাটে করতে পারেননি মাহমুদউল্লাহ। স্পিন করে বেরিয়ে যাওয়া বল আঘাত হানে অফ স্টাম্পে।

ক্যারিয়ার সেরা ইনিংস খেলা মাহমুদউল্লাহ থামেন ১৩৬ রানে। ২৪২ বলে খেলা মিডল অর্ডার এই ব্যাটসম্যানের লড়াকু ইনিংস গড়া ১০ চারে। ২০১০ সালে হ্যামিল্টনে নিউ জিল্যান্ডের বিপক্ষে করা ১১৫ মাহমুদউল্লাহর আগের সেরা।