• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

কোহলিকে সাবধান করে দিলেন গাঙ্গুলি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, এটা পুরনো খবর। আনুষ্ঠানিকভাবে আগামী ২৩ অক্টোবর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বোর্ডের সিংহাসনে বসবেন দাদাবাবু। তবে এর আগে থেকেই কথার মাধ্যমে নিজের কর্তৃত্ব স্থাপন শুরু করে দিয়েছেন তিনি। এবার সাবধান করে দিলেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিকে।

বর্তমান ক্রিকেট বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে ভারত। টেস্ট ব়্যাংকিংয়ে এক নম্বর দল টিম ইন্ডিয়া। ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও একের পর এক সিরিজ জিতে যাচ্ছে বিরাট কোহলির দল। কিন্তু সর্বশেষ ছয় বছরে বড় কোনো আসরের ট্রফি জিততে পারেননি তারা। এ বিষয়েই নাখোশ বিসিসিআই প্রেসিডেন্ট। 

২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ আর ২০১৩ সালে ইংল্যান্ডের মাঠে চ্যাম্পিয়নস তরফই জয়। এরপর গেলো ছয় বছরে ভারতের ট্রফির কেসে যোগ হয়নি নতুন কিছু। সেসময় ক্যাপ্টেন ছিল মহেন্দ্র সিং ধোনি। কোহলির নেতৃত্বে বড় কোন সাফল্য না আসায় বিরাটকে সাবধান করে দিলেন সৌরভ। 

বোর্ডের হবু সভাপতি বলেন, শেষ কয়েক বছরে বড় কোনো টুর্নামেন্ট জেতেনি ভারত। এখন বিশ্ব শিরোপার লড়াইয়ে কীভাবে বাজিমাত করা যায়, সেটা মাখায় রাখা উচিত কোহলির।

সৌরভ গাঙ্গুলি বলেন, কোহলি বিশ্বের সেরা ব্যাটসম্যান এ নিয়ে কোনো সন্দেহ নেই। ভারতীয় দলে প্রতিভার অভাব নেই। তবু কেন বড় মঞ্চে বারবার সেমি কিংবা ফাইনালে গিয়ে দল ব্যর্থ হচ্ছে সেটা খুঁজে বের করতে হবে। এই দায়িত্ব বিরাটেরই।

বিসিসিআই বস শেষ কথায় জানিয়ে দেন, আসছে বছর অস্ট্রেলিয়ার মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ আসরের শিরোপা কোহলির হাতেই দেখতে চান তিনি।