• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

ইউরো ২০২০: বাছাইপর্বে কে কোন গ্রুপে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৮  

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে ২ ডিসেম্বর, রবিবার রাতে হয়ে গেল ২০২০ সালে অনুষ্ঠেয় ইউরো কাপের বাছাইপর্বের ড্র।

২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপ অব ডেথে পড়েছে ইউরোপের দুই জায়ান্ট স্পেন-জার্মানি। স্পেনের গ্রুপে রয়েছে সুইডেন, নরওয়ে, রোমানিয়ার মতো বড় দলগুলো।

অন্যদিকে জার্মানির গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস-নর্দার্ন আয়ারল্যান্ডের মতো দল। এ ছাড়া বাকি ফেবারিটরা সহজ গ্রুপেই পড়েছে।

ইউরোপের ৫৫টি দল ১০টি গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে। প্রতিটি গ্রুপের দলগুলো একে অপরের বিপক্ষে খেলবে বাছাইপর্ব।

গ্রুপের সেরা ও রানার্সআপ দল যাবে মূল পর্বে। প্লে-অফ থেকে সুযোগ করে নেবে আরও চারটি দল।

এবার আসর হবে ১২টি দেশের ১২টি শহরে। প্রতিযোগিতার ৬০ বছর পূর্তি উপলক্ষে উয়েফার এমন আয়োজন।

ইউরো ২০২০ বাছাইপর্বের ড্র

গ্রুপ ‘এ’: ইংল্যান্ড, চেক প্রজাতন্ত্র, বুলগেরিয়া, মন্টেনিগ্রো, কসোভো

গ্রুপ ‘বি’: পর্তুগাল, ইউক্রেন, সার্বিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ

গ্রুপ ‘সি’: নেদারল্যান্ডস, জার্মানি, নর্দার্ন আয়ারল্যান্ড, এস্তোনিয়া, বেলারুশ

গ্রুপ ‘ডি’: সুইজারল্যান্ড, ডেনমার্ক, রিপাবলিক অব আয়ারল্যান্ড, জর্জিয়া, জিব্রাল্টার

গ্রুপ ‘ই’: ক্রোয়েশিয়া, ওয়েলস, স্লোভাকিয়া, হাঙ্গেরি, আজারবাইজান

গ্রুপ ‘এফ’: স্পেন, সুইডেন, নরওয়ে, রোমানিয়া, ফরো আইল্যান্ড, মাল্টা

গ্রুপ ‘জি’: পোল্যান্ড, অস্ট্রিয়া, ইসরায়েল, স্লোভেনিয়া, মেসিডোনিয়া, লাটভিয়া

গ্রুপ ‘এইচ’: ফ্রান্স, আইসল্যান্ড, তুরস্ক, আলবেনিয়া, মলদোভা, এন্ডোরা

গ্রুপ ‘আই’: বেলজিয়াম, রাশিয়া, স্কটল্যান্ড, সাইপ্রাস, কাজাখস্তান, সান ম্যারিনো

গ্রুপ ‘জে’: ইতালি, বসনিয়া হার্জেগোভেনিয়া, ফিনল্যান্ড, গ্রিস, আরমেনিয়া, লিচেনস্টেইন