• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩০ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

ইমরান খানের মতো ‘নেতা’ কোহলি : আব্দুল কাদির

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০১৯  

ব্যাট হাতে বোলারদের ওপর বিরাট কোহলির আধিপত্য ও শাসন চলছে বেশ কয়েক বছর ধরেই। বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান হিসেবে ইতোমধ্যেই নিজের নাম পাকাপোক্ত করে ফেলেছেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক।

তবে মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে অধিনায়কত্ব পাওয়ার পর অনেকের মনেই সংশয় ছিলো ‘রাফ এন্ড টাফ’ কোহলি আদৌ দলকে নেতৃত্ব পারবেন কি-না। পুরো দলকে এক সুতোয় গেঁথে সাফল্য পাবেন কি-না তা নিয়েও ছিলো জল্পনা-কল্পনা।

সেসব আলোচনাকে ধোপে টিকতে দেননি কোহলি। নিজের নেতৃত্বগুণে জয় করেছেন সমালোচকদেরও মন। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কিংবদন্তী লেগস্পিনার আব্দুল কাদিরও মেতেছেন কোহলির প্রশংসায়।

পাকিস্তানের হয়ে ৬৭টি টেস্ট ও ১০৪টি ওয়ানডে ম্যাচ খেলা কাদির মনে করেন কোহলির নেতৃত্ব দেয়ার ক্ষমতা অনেকটা পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের মতোই। পাকিস্তানকে ১৯৯২ সালের বিশ্বকাপ জেতানো ইমরান যেমন সামনে থেকে নেতার মতোই নেতৃত্ব দিতেন, তেমনটা দেখা যায় কোহলির মাঝেও।

ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে আব্দুল কাদির বলেন, আমি যদি ব্যাটসম্যান এবং অধিনায়ক কোহলির দিকে তাকাই তাহলে আমি প্রায়ই দেখি যে সে একদম ইমরান খানের হুবহু। ইমরান যেমন অধিনায়ক হিসেবে একটা দৃষ্টান্ত রাখত সতীর্থদের সামনে, কোহলিও তাই করে। সতীর্থরাও কিন্তু সত্যিকারের অধিনায়কের কাছে তা-ই আশা করে।’

তিনি আরও বলেন, ‘আমি দুইজনের কোনো তুলনা করছি না। তবে ইমরানের মতো কোহলিও সামনে থেকে নেতৃত্ব দেয়। কোহলিও দায়িত্ব নিতে জানে এবং নিজে পারফর্ম করার মাধ্যমে অন্য খেলোয়াড়দেরকেও পারফর্ম করতে তাড়া দেয়। তবে ইমরানের মতো সহজাত কিছু গুণ কোহলির নেই। কিন্তু সন্দেহ নেই যে ইমরানের মতোই দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে অধিনায়কত্ব করে কোহলি।’