• রোববার ১২ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৯ ১৪৩১

  • || ০৩ জ্বিলকদ ১৪৪৫

চবিতে ছাত্রলীগের মাসব্যাপী বৃক্ষরোপণ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২২ জুলাই ২০২০  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশের অংশ হিসেবে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে চবি শাখা ছাত্রলীগ।

উক্ত কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন, শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী। এছাড়াও ছাত্রলীগকর্মী মুজিবুর রহমান, সাদেক হুসেন টিপু, নেছারুল করিম, ফরাজি সজিব, সৈয়দ আমিন হুসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানান, তৃতীয় দিনের মতো বৃক্ষরোপণ এরইমধ্যে তারা সম্পন্ন করেছেন। মাসব্যাপী এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, উদ্যান, অনুষদসহ ক্যাম্পাসের চতুর্দিকে বিভিন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা করা হবে। 

মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্বে শাখা ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, মুজিব বর্ষের আহবান তিনটি করে গাছ লাগান। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক এবং চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিনের তত্ত্বাবধানে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমি ও আমার অনুসারীদের নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছি। সবুজায়নের মাধ্যমেই পুরো বিশ্বকে রক্ষা করা সম্ভব। তাছাড়া ফলজ, বনজ ও ওষধি গাছ আমাদের দৈনন্দিন জীবনে অনেকে উপকারে আসে। তাই সবার উচিত অন্তত তিনটি করে গাছ লাগানো।