• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

জাবিতে ইবির শিক্ষক-খেলোয়াড়দের ওপর হামলা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯  

 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হ্যান্ডবল খেলোয়াড় শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে

গতকাল বুধবার (১০ এপ্রিল) জাবিতে খেলা চলার এক পর্যায়ে ইবির খেলোয়াড়দের ওপর হামলা চালানো হয়

হামলায় ইবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক . মাহবুবর রহমান, ইবি ক্রীড়া কমিটির আহ্বায়ক সোহেল খানসহ সাতজন খেলোয়াড় আহত হন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ফিরোজ উল হাসান বলেন, আমরা লজ্জিত লজ্জা প্রকাশ ক্ষমা চাওয়া ছাড়া আমাদের এখন আর কিছু বলার নাই

ইবি উপাচার্য অধ্যাপক . রাশিদ আসকারী  বলেন, গত শুক্রবার (০৫ এপ্রিল) আমাদের দুই খেলোয়াড়ের মাথায় পিস্তল ঠেকানোর ঘটনায় আমরা জাবিতে খেলাতে অস্বীকৃতি জানাই পাশাপাশি টুর্নামেন্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ ভান্যুর দাবি জানাই কিন্তু জাবি উপাচার্য অধ্যাপক . ফারজানা ইসলাম আমাদের খেলোয়াড়দের সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেওয়ায় আমরা আমাদের খেলোয়াড়দের জাবিতে পাঠাই কিন্তু জাবি প্রশাসন আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ঘটনার নিন্দা এবং জাবি প্রশাসনকে ধিক্কার জানাই

এদিকে খবর পেয়ে হামলার প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে ইবি শিক্ষার্থীরা পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়

এর আগে, গত শুক্রবার (০৫ এপ্রিল) ইবির দুই খেলোয়াড়ের মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠে জাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে