• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

তিন ইটভাটাকে ৪৫ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯  

পরিবেশ দুষণ ছাড়পত্র না থাকায় সাভারের আশুলিয়ায় তিন ইটভাটাকে ৪৫লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরো তিন ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাভারের আশুলিয়ার পাড়াগ্রাম নয়াপাড়া এলাকার ইটভাটাগুলোতে  অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ দুষণ ছাড়পত্র না থাকায় ওই এলাকার সনি ব্রিকস, তুরাগ ব্রিকস মাদবর ব্রিকস নামের তিনটি ইটভাটাকে ১৫ লাখ টাকা করে মোট ৪৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই অভিযোগে সেভেন ষ্টার ব্রিকস, তিতাস ব্রিকস ভাই ভাই ব্রিকস নামের অপর তিনটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী