• রোববার ১২ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৯ ১৪৩১

  • || ০৩ জ্বিলকদ ১৪৪৫

আজ তেরশ্রী গণহত্যা দিবস

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

আজ ২২ নভেম্বর। মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী গণহত্যা দিবস। ১৯৭১ সালের এ দিনে পাক হানাদার বাহিনীর দোসররা ইতিহাসের বর্বরোচিত নারকীয় হত্যাযজ্ঞ চালায়।
ঘিওরের তেরশ্রী এস্টেটের জমিদার শ্রী সিদ্ধেশ্বরী প্রসাদ রায় চৌধুরী ও তৎকালীন তেরশ্রী কলেজের অধ্যক্ষ মুক্তিযুদ্ধকালীন সংগঠক আতিয়ার রহমানসহ ৪৩ জন নিরীহ গ্রামবাসীকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে পাক হানাদার বাহিনী।
ঘিওর উপজেলার তেরশ্রী এলাকার মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট গোলাম মহিউদ্দিন এতে উপস্থিত ছিলেন।