• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

গাজীপুরে দুই মন্ত্রীর লড়াই

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

রাজধানীঘেঁষা গাজীপুরের ৫টি আসনের অন্যতম গুরুত্বপূর্ণ আসন গাজীপুর-১। গাজীপুর সিটি করপোরেশনের ১৮টি ওয়ার্ড ও কালিয়াকৈর উপজেলা নিয়ে গঠিত এ আসন। এখানে আওয়ামী লীগ বিএনপির হেভিওয়েট প্রার্থী থাকায় আসনের গুরুত্ব যেন একটু বেশি। এ আসনে আওয়ামী লীগের নৌকা নিয়ে লড়বেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। যদিও নৌকার টিকিট পেতে মাঠে রয়েছেন একাধিক প্রার্থী। অপরদিকে রাজনৈতিক মাঠের বিরোধী দল বিএনপির হেভিওয়েট প্রার্থী জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী এবার ধানের শীষ নিয়ে নতুন উদ্যমে নির্বাচনী মাঠে। যদিও দীর্ঘদিন বিএনপির রাজনীতি থেকে বাইরে ছিলেন তানভীর সিদ্দিকী। সম্প্রতি চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় এখন অনেকটা ঘুরে দাঁড়িয়েছে এখানকার বিএনপির নেতা-কর্মীরা। একদিকে বর্তমান সরকারের নানা উন্নয়ন। অন্যদিকে রাজনৈতিক মাঠে বিএনপির ঘুরে দাঁড়ানো। আর এ কারণে সাধারণ মানুষ মনে করছেন এ আসনে এবার লড়াই হবে বর্তমান ও সাবেক দুই মন্ত্রীর মধ্যেই। নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আওয়ামী লীগের আ ক ম মোজাম্মেল হক প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীকে পরাজিত করে। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্ব্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান আ ক ম মোজাম্মেল হক। বর্তমান এমপি ছাড়াও এ আসনে নৌকা পেতে চান গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল ও কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল অন্যতম। বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল। বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত করে নতুন মুখের প্রার্থিতা জানান দিয়েছেন। তবে শেষ মুহূর্তে নৌকা-ধানের শীষ পাবেন আ ক ম মোজাম্মেল হক ও চৌধুরী তানভীর সিদ্দিকী বলে মনে করছেন স্থানীয় নেতা-কর্মীরা।

গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেন, গাজীপুরের মানুষ বরাবরই উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিয়ে আসছেন। আর তারা নিরাসও হচ্ছেন না। অন্য সময়ের চেয়ে এবার সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে গাজীপুরে। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে জনগণ নৌকাতেই ভোট  দেবেন বলে আশা করেন প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে আসায় জনগণ স্বতঃস্ফূর্তভাবেই ভোট  দেবেন। তিনি বিএনপির তানভীর সিদ্দিকীকে স্বাগত জানান নির্বাচনে অংশ নেওয়ার জন্য।

গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন, অবহেলিত মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমি নৌকার মনোনয়ন চাই। বিএনপি নেতা সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী বলেন, গাজীপুর-১ আসনের মানুষ উন্মুখ হয়ে বসে আছেন ধানের শীষে ভোট দিতে। সুষ্ঠু পরিবেশে ভোট হলে ধানের শীষের বিজয় কেউ আটকাতে পারবে না। তিনি বলেন, এবারের নির্বাচন হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন।