• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

জেলায় ‌শ্রেষ্ঠ এসিল্যাণ্ড সখীপু‌রের

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ জুলাই ২০১৯  

জেলার শ্রেষ্ঠ এসিল্যাণ্ড নির্বা‌চিত হ‌য়ে‌ছেন সখীপু‌রের আয়শা জান্নাত তা‌হেরা। ‌জেলার রাজস্ব প্রশাস‌নের কার্যক্র‌মে কৃ‌তিত্বপূর্ণ অবদা‌নের স্বীকৃ‌তি হি‌সে‌বে তা‌কে জেলা প্রশাসক রাজস্ব পদক প্রদান করা হয়। শ্রেষ্ঠ নির্বা‌চিত হওয়ায় তা‌কে জেলা প্রশাসক রাজস্ব পদক প্রদান করা হ‌য়ে‌ছে। এ উপল‌ক্ষে রোববার দুপু‌রে জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে রাজস্ব প্রশাসন পদক প্রদান অনুষ্ঠা‌নের আয়োজ‌ন ক‌রা হয়। জেলা প্রশাসক রাজস্ব পদক প্রদান অনুষ্ঠা‌নে প্রধান অতি‌থি হি‌সে‌বে পদক তু‌লে দেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো.শ‌হিদুল ইসলাম। অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন অতি‌রিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা.‌মোস্তারী কা‌দেরী।

উল্লেখ্য, আয়শা জান্নাত তাহেরা ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স সম্পন্নের পর ৩৩তম বিসিএস দিয়ে ২০১৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। প্রথমে তিনি নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার পদে দায়িত্ব পালনের পর ২০১৭ সালে পদোন্নতি পেয়ে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন।

এক প্র‌তি‌ক্রিয়ায় আয়শা জান্নাত তা‌হেরা পদক প্রা‌প্তির ব্যাপা‌রে ব‌লেন, এ অর্জন আমার একার নয়। সক‌লের সহ‌যো‌গিতায় এ গৌরবময় অর্জন সম্ভব হ‌য়ে‌ছে। আগামীতে আরও ভাল কাজ করার জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।