• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

চুরি করা মোবাইল বন্ধক রেখে ধরা খেল তিন চোর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

মানিকগঞ্জে সদরের পুটাইল ইউপির লেমুবাড়ি গ্রামে চুরি করা মোবাইল বন্ধক রাখতে গিয়ে তিন চোর ধরা খেয়েছে।
তারা হলেন- ওই উপজেলার হাসলী গ্রামের মো. ইসমাইল হোসেন, লেমুবাড়ী গ্রামের মুকুল, হিজলাইন গ্রামের সাইদুর।

বৃহস্পতিবার বিকেলে বিচার শেষে তাদের পুলিশে সোর্পদ করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আবদুল জলিল মোল্লা জানান, ৭ অক্টোবর লেমুবাড়ির শীলের বাড়িতে তালা ভেঙে মোবাইল, টাকা ও মূল্যবান মালামাল চুরি করে ওই তিনজন। চুরি করা মোবাইলটি একই গ্রামের ফরিদুলের কাছে বন্ধক রেখে দুইশ টাকা নেয় তারা। ফরিদুলের হাতে মোবাইলটি দেখে উৎপল চিনে ফেলেন। তখন ফরিদুল জানান, মোবাইলটি তার কাছে বন্ধক রেখে সাইদুর দুইশ টাকা নিয়েছেন।

সদর থানার এসআই আমির হোসেন জানান, তিন চোরকে ইউপি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা চুরির কথা স্বীকার করে। পরে তাদের মারধর করে থানায় হস্তান্তর করা হয়েছে।