• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

শিক্ষককে পিটিয়ে হত্যায় জিতু গ্রেপ্তার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ জুন ২০২২  

বহুল আলোচিত সাভারের আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ছাত্র আশরাফুল ইসলাম জিতুকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‍্যাব।

বুধবার সন্ধ্যায় শ্রীপুরের নগরহাওলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

জিতু আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা মামলার প্রধান আসামি এবং ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণীর ছাত্র।

উল্লেখ্য, শনিবার দুপুরে হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের মাঠে মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। সেসময় মাঠে দাঁড়িয়ে থাকা শিক্ষক উৎপলকে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে এলোপাথাড়ি আঘাত করে দশম শ্রেণীর ছাত্র আশরাফুল ইসলাম জিতু। এতে গুরুতর আহত হন ওই শিক্ষক। সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় রোববার আশুলিয়া থানায় উৎপলের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় জিতুকে প্রধান আসামি এবং কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

এদিকে শিক্ষক উৎপল কুমার হত্যার ঘটনায় অভিযুক্ত জিতুর বাবা উজ্জল হোসেনকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার বিকেলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শেখ মুজাহিদুল ইসলাম রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কুষ্টিয়ার কুমারখালি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।