• রোববার ১২ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০৩ জ্বিলকদ ১৪৪৫

নিউমার্কেটে দিনে-দুপুরে দোকানের তালা ভেঙে সাড়ে ১৭ লাখ টাকা চুরি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের একটি দোকানে দিনে-দুপুরে শার্টারের তালা ভেঙে সাড়ে ১৭ লাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অজ্ঞাতপরিচয়ের কয়েকজনকে বাদী করে নিউ মার্কেট থানায় মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. আব্দুল আজিজ। গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার থেকে জানা গেছে, টাকা খোয়া যাওয়া ব্যবসায়ীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের নিচ তলায় একটি কুরিয়া সার্ভিস এবং মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় ব্যাবয়াসীর ভাগ্নে মো. জয়নাল আবেদীন কবির এবং কর্মচারী মো. আব্দুল মজিদ দোকান খুলেন৷ পরে জুমার নামাজের সময় হলে দুপুর দেড়টায় দুই জনই ব্যবসা প্রতিষ্ঠানের সার্টার তালাবদ্ধ করে নামাজ পড়তে মসজিদে যান।

নামাজ শেষে দুপুর ১টা ৫৫ মিনিটে তারা ফিরে এসে দেখেন যে সার্টার খোলা এবং দোকানের ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে তাদের সন্দেহ হলে দেখেন যে কয়েকটি ড্রয়ারে রাখা মোট ১৭ লাখ ৪০ হাজার টাকা নিয়ে গেছে। পরে ভুক্তভোগী ওই ব্যবসায়ী মামলা করেন। ঘটনার সিসি টিভি ফুটেজ নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

জানতে চাইলে ব্যবসায়ী আব্দুল আজিজ বলেন, ঘটনার সময় আমি নামাজে ছিলাম, আমার ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত তারা দুই জনও নামাজে ছিলেন। হঠাৎ ফোনে আমাকে ঘটনা সম্পর্কে জানানো হয়। এসে দেখি আমার সব শেষ। নগদ ১৭ লাখ ৪০ হাজার টাকা নিয়ে গেছে। চোরেরা মাত্র ২৫ মিনিটেই এ কাজ করেছে। আমি মামলা করেছি। এদিকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে জানিয়ে ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রেফাতুল ইসলাম বলেন, ঘটনার সিসি টিভি ফুটেজ আমরা হাতে পেয়েছি ৷ নিউ মার্কেট থানা পুলিশ এবং ডিবি বিষয়টি তদন্ত করছে ৷ আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।