• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

গৃহবধূর চিরকুটে লেখা ছিল আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৩  

ফরিদপুরের সদরপুরে কৃষ্ণপুর ইউনিয়নে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ওই গৃহবধূর নাম শারমিন আক্তার টুম্পা (২৫)। সে কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের মোশারফ প্রামাণিক ও রিনা বেগম দম্পতির মেয়ে। রবিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় তার বাবার বাড়িতে বেড়াতে এসে ঘরের আড়ার সঙ্গে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার খবর পেয়ে সদরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক সুকুমার সরকার ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য বিবরণী শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গৃহবধূর সঙ্গে প্রায় ১০ বছর আগে একই উপজেলার সদরপুর ইউনিয়নের সতের রশি গ্রামের সামাদ হাওলাদারের ছেলে প্রবাসী মো. জাহাঙ্গীরের সঙ্গে বিবাহ হয়। তাদের আট বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুকুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সঙ্গীও ফোর্স নিয়ে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি।

আমরা তার ঘরে একটি চিরকুট পেয়েছি। সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। টুম্পার বাবা মোশারফ প্রামাণিকের সঙ্গে কথা হলে তিনি জানান, স্বামীর সঙ্গে কয়েকদফা মোবাইলে ঝগড়া হয়। আমরা বিষয়টি স্বাভাবিক ভেবেছিলাম। তাদের আট বছরের একটি ছেলে সন্তান আছে। সকালে পরিবারের সদস্যরা যার যার কাজে ব্যস্ত ছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের বারান্দার আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. মামুন আল রশীদ মুঠোফোনে জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।