• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

বাসাইলে ইভটিজিং এর অভিযোগে ভখাটে আটক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯  

টাঙ্গাইলের বাসাইল উপজেলার বিলপাড়া গ্রামে কলেজ ছাত্রীকে ইভটিজিং মারধরের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম সোহেল মিয়া (৩০) সে একই গ্রামের মাহফুজুর রহমানের ছেলে। সোমবার (১১ ফেব্রুয়ারি) কলেজ ছাত্রীর মা বাদী হয়ে বাসাইল থানায় বখাটে সোহেলের নামে নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। ঘটনায় পুলিশ সোহেলকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

উল্লেখ্য যে , কলেজ ছাত্রীর বাবা বিলপাড়া গ্রামের সংবাদপত্র বিক্রেতা গত ফেব্রুয়ারি ভোর রাতে মারা যান। তবে পরিবারের অভিযোগ বখাটে কর্তৃক সুমনার ইভটিজিং এর বিচার দাবিতে তার বাবা গ্রাম্য মাতাব্বরসহ বিভিন্ন দপ্তরে গিয়েও কাঙ্খিত ফল পাননি এতে তিনি মানসিক ভাবে ভেঙ্গে পরেন। গত ফেব্রুয়ারি শুক্রবার ভোর রাতে স্ট্রোক করে তিনি মারা যান। মৃত্যুর আগেও বার বার তার কষ্টের কথা বলে গেছেন স্বজনদের কাছে। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না শাহজাহানের স্বজনরা। বার বার মূর্ছা যাচ্ছেন তার স্ত্রী কন্যাসহ পরিবারের সদস্যরা। ঘটনায় বখাটে সোহেলের কঠোর শাস্তি দাবি করেছেন তারা।

হত দরিদ্র শাহজাহান সংবাদপত্র বিক্রির আয় দিয়ে সংসার চালাতেন। তার মেয়ে সুমনা বাসাইল সরকারি জোবেদা-রুবেয়া মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। একই এলাকার মাহফুজুর রহমানের বখাটে ছেলে সোহেল মিয়া প্রায়ই রাস্তাঘাটে কলেজ ছাত্রীকে উত্যক্ত করতো। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সম্প্রতি সোহেল সুমনাকে মারধর করে।

তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ফেব্রুয়ারি দুপক্ষকে ডেকে শুনানি করেন। পরে কাঞ্চনপুর হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিষয় সমাধানের দায়িত্ব দেন। এরপর থেকেই মূলত শাহজাহান ভেঙে পড়েন। থানা উপজেলা প্রশাসনের কাছ থেকে বিচার না পেয়ে তিনি বিমর্ষ হয়ে যান। কন্যার উপর নির্যাতনের বিচার আর কখনও পাবেন না এমন বদ্ধমূল ধারণা থেকে গত ফেব্রুয়ারি শুক্রবার ভোর রাতে স্ট্রোক করে তিনি মারা যান। গত ১০ ফেব্রুয়ারি সমস্ত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় ভাবে ছড়িয়ে পরে।

বাসাইল উপজেলা নির্বাহী অফিসার শামছুন্নাহার স্বপ্না  জানান, কলেজ ছাত্রীর বাবার আবেদনের প্রেক্ষিতে আমি দুই পক্ষকে ডেকে শুনানি করেছি। বিষয়টি সমাধানের প্রক্রিয়াধীন অবস্থায় সুমনার বাবা মারা যায়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. তুহিন আলী জানান, কলেজ ছাত্রীর ইভটিজিং এবং তার বাবার মৃত্যুর বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি। সোমবার সুমনার মা বাদী হয়ে মামলা দায়ের করে এবং তার প্রেক্ষিতে পুলিশ সোহেলকে গ্রেফতার করে এবং বিকেলে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করে।