• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

নুসরাত হত্যায় জড়িতরা ছাড় পাবে না: এমপি নিজাম

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯  

ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি বলেছেন, মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যায় জড়িতরা ছাড় পাবে না।

শুক্রবার রাতে নুসরাতের কবর জেয়ারত শেষে  নিজাম হাজারী এমপি এসব কথা বলেন।

তিনি বলেন, কয়েকজন এরইমধ্যে গ্রেফতার হয়েছে। বাকীরা শিগগিরই গ্রেফতার হবে। ব্যক্তিগতভাবে নুসরাতের পরিবারের পাশে দাঁড়িয়েছি। নুসরাত হত্যার বিচারে আইনি ও আর্থিক সহযোগিতাসহ সব ধরনের সহযোগিতা করব। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করতে না পারে। এ জঘন্য ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার নেই।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েটিকে বাঁচাতে সর্ব্বোচ চেষ্টা করেছেন। এমনকি মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোর নির্দেশ দেন। তাই আমি সিঙ্গাপুরে অপেক্ষারত ছিলাম। তবে চিকিৎসকদের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এ কারণে দেশে আসতে বিলম্ব হয়েছে। নিহত নুসরাতের নামে সোনাগাজীতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের নাম ও সড়কের নামকরণ করা হবে।

এর আগে এমপি ফেনী আসার পরপর নুসরাতের গ্রামের বাড়িতে ছুটে যান। সেখানে তার বাবা মাওলানা মুসা, তার মা এবং ভাইসহ পরিবারের অন্যান্য সদস্যদের সান্তনা ও সমবেদনা প্রকাশ করেন। এছাড়া নুসরাতের মামলাসহ বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।

সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাতকে যৌন হয়রানি করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিরাজ উদদৌলা। ২৭ মার্চ নুসরাতকে যৌন হয়রানির অভিযোগে ওই মাদরাসার অধ্যক্ষকে আটক করে পুলিশ। ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় আরবি প্রথমপত্র পরীক্ষা দেয়ার সময় আলিম পরীক্ষার্থী নুসরাতকে ছাদে ডেকে নিয়ে গায়ে আগুন ধরিয়ে দেয় অধ্যক্ষের অনুসারীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান।