• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

ওয়াসার পানি সংশোধনে মতামত চেয়েছে হাইকোর্ট

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩০ জুলাই ২০১৯  

ওয়াসার দুটি জোনের পানি সংশোধনের বিষয়ে বিশেষজ্ঞ কমিটির মতামত চেয়েছেন হাইকোর্ট। বিশেষজ্ঞ মতামত পাওয়ার পর আদেশ দেবে আদালত।

ওয়াসার দাবি এ দুটি জোনে আর ব্যকটেরিয়া নেই। এ দুই জোনের পানি সংশোধন করে বুয়েট ও আইসিসিডিআরবি’র প্রতিবেদন দাখিলের পর মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে অ্যাটর্নি জেনারেল বলেন, ওই দুই জোনের পানি সংশোধন করা হয়েছে। পরে ওয়াসার পক্ষে থাকা আইনজীবী ব্যারিস্টার এ এম মাসুম বলেন,পাতলা খান ও মিরপুর জোনের যেখানে ক্লোরিন থাকবে সেখানে ব্যাকটেরিয়া থাকবে না। বৈজ্ঞানিকভাবে একসঙ্গে ২টি থাকার সুযোগ নেই। এ কারণে এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত চেয়েছে আদালত।