• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ সরকারি করতে রিট

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৫ আগস্ট ২০১৯  

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজকে সরকারিকরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ন্যাশনাল কলেজের গভর্নিং বডির সদস্য ড. ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়, ন্যাশনাল কলেজে দেশি-বিদেশি প্রায় ৫০০ থেকে ৬০০ ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে। এর মধ্যে ৫০ শতাংশ ভারত, নেপাল, কাশ্মিরসহ বিভিন্ন দেশের শিক্ষার্থী রয়েছে। ১৯২৬ সালে হাসপাতালটি প্রতিষ্ঠিত হলেও এখনো সরকারি হয়নি। এ অবস্থায় প্রতিষ্ঠানটি সরকারিকরণে নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে আরো বলা হয়, একজন শিক্ষার্থীর কাছ থেকে ৫ বছরে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা নেয়া হয়। প্রতিষ্ঠানটি সরকারি করা হলে বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এছাড়া বর্তমানে প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যানসহ ১১ জন সদস্যই অনির্বাচিত বলেও উল্লেখ করা হয় রিটে।

স্বাস্থ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যলয় সচিব, ভূমি সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষসহ সাত জনকে বিবাদী করা হয়েছে।