• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিসহ সহস্রাধিক গ্রেফতার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১০ আগস্ট ২০১৯  

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বাংলাদেশি, পাকিস্তানি, ইথিওপিয়ানসহ সহস্রাধিক বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে শতাধিক বাংলাদেশি নাগরিক রয়েছেন।

বুধবার সকাল ৯টার দিকে জোহানেসবার্গ শহরের স্মলস্টেট, ইথিওপিয়ান মার্কেট, এমটিএন, জেপি স্ট্রীট, প্লেনস্টেট, কমিশনার স্টেট, ব্রিরিস্টেটসহ আশপাশের এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ১৫০০ পুলিশ, ইমিগ্রেশন ও যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন।

এছাড়া অভিযানে ইথিওপিয়ান মার্কেট থেকে অবৈধ অস্ত্রসহ বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করে। সে সময় অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (১আগস্ট) জোহানেসবার্গ টাউনের জেপি স্ট্রীট, রহিমা মুসা, ডেভলার্স স্ট্রীট এলাকায় ভাসমান হকার উচ্ছেদ করতে গেলে মেট্রো পুলিশের গাড়িবহরে হামলা চালায় ইথিওপিয়ানসহ অন্যান্য দেশের নাগরিকরা। 

সে সময় বেশ কয়েকজন পুলিশ আহত হওয়ার পাশপাশি বহু গাড়ি ভাঙচুর করেন বিদেশিরা। অনেকেরই ধারণা, এর জের ধরেই স্থানীয় পুলিশ প্রশাসন এ ধর-পাকড় চালিয়েছে।