• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

দেখতে ভয়ঙ্কর এটি সাপ না অন্যকিছু?

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ অক্টোবর ২০১৯  

দক্ষিণ আফ্রিকার বাসিন্দা ফাতেমা দাউদ সুপার মার্কেটের পার্কিংয়ে ‘সাপ’ দেখে একেবারে আত্মারাম খাঁচাছাড়া দশা! তার ভয় পাওয়ার গল্পটি এখন বিশ্বজুড়ে ফেসবুক ব্যবহারকারীদের কাছে হাসির খোরাক। 

আর কেনই বা হবে না! যে বস্তুটি দেখে ভয় পেয়েছেন ফাতেমা, সেটি আসলে সাপ ছিল না। ছিল চুলের বেণি। এবার নিশ্চয় চিন্তার ভাঁজ ভেঙেছে।

ফাতেমা বলেন, আমি পিএনপি-র পার্কিংয়ের ওই বৃদ্ধা নারীর কাছে ক্ষমা চাইছি, আমি বাচ্চাদের মতো ভয়ে চিৎকার করে তাকে চমকে দিয়েছিলাম। আসলে আমি ভেবেছিলাম যে সামনে সাপ পড়ে আছে!

ফাতেমা দাউদ ফেসবুকে লিখেছেন, সঙ্গে সেই ‘সাপ’ এর একটি ছবিও শেয়ার করেছেন যা দেখে আঁতকে উঠেছিলেন তিনি।

ফাতেমা লেখেন, অন্যদিকে, আপনি যদি নিজের ফলস বিনুনিটি হারিয়ে ফেলে থাকেন। তবে জানিয়ে রাখি, এটি পিএনপি পার্কিংয়ের বাম দিকের লটে রয়েছে।

তিনি আরো জানান, তার সর্পভ্রম যাতে হয়েছিল তা আসলে ঠিক কী! পার্কিংয়ে কারো চুলের একটি নকল বেণি হারিয়ে গিয়েছিল। আর সেটাকেই সাপ ভেবে ভয় পেয়ে সে এক যাতা কাণ্ড!

স্বাভাবিকভাবেই ওই পোস্ট দেখে পেট চেপে হেসেছেন বহু মানুষ, মজাও পেয়েছেন অনেকে। অনেকে আবার তার প্রতি সহানুভূতিও দেখিয়েছেন।

এক ব্যক্তি লিখেছেন, আমিও একেবারে সাপের মতোই ভেবেছি! আরেকজন বলছেন, আমি যখন প্রথম ছবিটি দেখি, আমিও ভাবলাম ওটা সাপ। তৃতীয় জন লিখেছেন, এ দেখে তো হাসতে হাসতে গড়িয়ে গেলাম।

এই প্রথম যে কোনো প্রাণীকে সরীসৃপ হিসেবে গুলিয়ে ফেলা হয়েছে তা নয়। কিছু দিন আগে, চীনের একটি নদীতে ৬৫ ফুট ‘দৈত্য' র ভিডিও অনলাইনে ঢেউ তুলেছিল। পরে দেখা যায় ওটা একটি ইন্ডাস্ট্রিয়াল এয়ারব্যাগ।