• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

এইডসে আক্রান্ত বিপুলসংখ্যক রোহিঙ্গা নিয়ে উদ্বেগ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৮  

বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীর দেহে এইচআইভি পজেটিভ ও এইডসে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। কক্সবাজারের সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ বছর রোহিঙ্গাদের মধ্যে নতুন করে প্রায় ২০০ জনের মধ্যে এই ভাইরাস (এইচআইভি) পাওয়া গেছে। ফলে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

এইডস আক্রান্ত রোহিঙ্গাদের সবাইকে কক্সবাজার সদর হাসপাতালের মাধ্যমে এআরভি চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে রোহিঙ্গা ক্যাম্পে ঠিক কতজন রোহিঙ্গার দেহে এইচআইভি জীবাণু রয়েছে তার সঠিক সংখ্যা জানা যায় না। অনেক রোহিঙ্গাই এইডস পরীক্ষায় আগ্রহী নন। কক্সবাজারে অর্ধশত এইডস আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটেছে বলে জানা গেছে।

কক্সবাজার জেলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে গত তিন বছরে কক্সবাজারে ৩৭৮ জন এইডস ভাইরাসে আক্রান্ত ব্যক্তি চিহ্নিত হয়েছেন। তাঁদের মধ্যে ২৫৮ জন রোহিঙ্গা, ১২০ জন বাংলাদেশি। এদের মধ্যে এমএসএম/হিজড়া রোহিঙ্গাও আছেন। এদের চিকিৎসার্থে বিগত ২১ নভেম্বর উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এআরটি সেন্টার উদ্বোধন করা হয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠী এখন থেকে উখিয়া হাসপাতাল থেকেই চিকিৎসা সেবা পাবেন। তাদের কক্সবাজার যাওয়ার প্রয়োজন হবে না বলে জানান সংশ্লিষ্টরা।

বিশ্বের অন্যান্য দেশের মতো ১ ডিসেম্বর বাংলাদেশেও এইচআইভি/এইডস দিবস পালিত হচ্ছে। এ বছরে দিবসটির প্রতিপাদ্য হলো-এইচআইভি পরীক্ষা করুন, নিজেকে জানুন।