• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

গ্যাস্ট্রিক থেকে পান চির মুক্তি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৯  

গ্যাস্ট্রিক ও বুক জ্বালার সমস্যায় অনেকেই জর্জরিত। কিছু খেলেই পেট ফুলে থাকে আর গলা জ্বলতে থাকে। তবে জানেন কি, এই যন্ত্রাণাদায়ক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এক ঝটকায়। কীভাবে? জেনে নিন উপায়-

আদা

আদা বদ হজম, বুক জ্বালা পোড়া, বুকে ব্যাথা কমে যেতে পারে। এজন্য আদা কুচি পানির মধ্যে মিশিয়ে ফুটিয়ে নিন। এই পানি দিনে ২ থেকে ৩ বার চায়ের মত পান করুন। এছাড়াও আদার রস মধুর সঙ্গে মিশিয়ে দুপুর ও রাতের খাবারের আগে খেয়ে নিন। যেকোনো সময় অল্প আদা চিবিয়ে খেতে পারেন। এতে গ্যাস্ট্রিক সমস্যা থাকবে না। 

টকদই 

প্রতিদিন দই খেলে পেটের ব্যাকটেরিয়া দূর হয়। ব্যাকটেরিয়া মূলত গ্যাস্ট্রিক সমস্যার অন্যতম প্রধান কারণ। কলা, মধু আর দই একসঙ্গে মিশিয়ে নিয়মিত খেতে পারেন।

আলুর ব্যবহার
 
গ্যাস্ট্রিক সমস্যা থেকে মুক্তি পেতে আলুর রসের ব্যবহার করতে পারেন আলুর রসের সঙ্গে গরম পানি মিশিয়ে প্রতিদিন দুপুর ও রাতের খাওয়ার দুই ঘণ্টা আগে খেতে পারেন।

পানি

গ্যাস্ট্রিক সমস্যা সমাধানে সবচেয়ে সহজ ও কার্যকরী উপায় হচ্ছে পানি। দিনে কমপক্ষে ২ থেকে ৩ লিটার পানি পান করুন। প্রতিদিন ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমতে যাবার আগে অন্তত এক গ্লাস পানি পান করুন। এছাড়া ডাবের পানিও খেতে পারেন।