• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

ট্রাম্পকে টাকার বড়াই না দেখানোর আহবান

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড তদন্তের ব্যাপারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প এখানে অন্ধের মত ভূমিকা রাখছেন। বাণিজ্যিক স্বার্থকেই তিনি বড় করে দেখছেন।

তিনি আরো বলেন, খাশোগি হত্যাকাণ্ডের তদন্তে ট্রাম্প যে ভূমিকা রাখছে তা ঠিক না। টাকাই সবকিছু না। আমাদের সবার মানবিক দিক গুলো থেকে দূরে সরে যাওয়া উচিৎ নয়।

ট্রাম্প খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজ সালমানের সম্পৃক্ততার বিষয়ে বলেছেন, হয়তো যুবরাজ জড়িত আছে বা নেই। এ ব্যাপারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প এই ধরনের কথা কেমন করে বলতে পারেন, কিসের ভিত্তিতে তা আমাদের জানা নেই।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ খাশোগি হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই খাশোগিকে হত্যা করা হয়েছে।