• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

অভিনেত্রীকে ধর্ষণ নয়, প্রশিক্ষণ দেয়া হয়েছে বললেন পরিচালক

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯  

অভিনয় শেখানোর সময় ভারতীয় এক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। থিয়েটার পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের ঘটনায় সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন ওই অভিনেত্রী। 

সাবেক অধ্যাপক সুদীপ্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন তার ছাত্রী। সুদীপ্তর নাটকের দল ‘স্পেক্ট্যাক্টরস’-এ অভিনয় করতেন ওই তরুণী। পরিচালকের দাবি, ধর্ষণ নয়, প্রশিক্ষণ দেয়া হয়েছে।

বুধবার রাতে ঘটনার বর্ণনা দিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ওই তরুণী।

তরুণীর অভিযোগ, সুদীপ্ত তাকে ডেকেছিলেন মহড়ার নামেই। কিন্তু সে যখন অধ্যাপকের বাড়িতে যান তখন সেখানে দলের অন্য কোনো সদস্য ছিলেন না। তার স্ত্রীও বাড়িতে ছিলেন না। তখন সুদীপ্ত ‘ডায়াফ্রাম ব্রিদিং টেকনিক’ শুরু করেন।

তরুণীর অভিযোগ, অভিনয় শেখানোর নামে প্রথমে তার শ্লীলতাহানি এবং পরে ধর্ষণ করেন সুদীপ্ত। অভিনয়কারী ওই তরুণীকে ‘ডায়াফ্রাম ব্রিদিং টেকনিক’ শেখানো হয়েছিল বলে জানান সুদীপ্ত।

সুদীপ্ত বলেন, আমার বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় আমি হতবাক। কারণ, অনেকদিন ধরে প্রয়োজনে এই পদ্ধতি অনুসরণ করলেও এই প্রথম আমার বিরুদ্ধে কেউ এ ধরনের বিকৃত ও মিথ্যা অভিযোগ আনলেন।