• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

চুলে তেল দেয়ার সঠিক নিয়মটি জানেন কি?

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ জুন ২০১৯  

প্রত্যেকটি নারীর সৌন্দর্যের প্রধান উৎস হচ্ছে চুল। তাই চলের প্রতি থাকে নারীদের বিশেষ নজর। যত্নেরও কমতি থাকে না এই চুলের। সঠিক পুষ্টি ও পরিচর্যা না পেলে চুল লম্বা, মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল হবে না। তাই চুলের জন্য অন্যতম পুষ্টিকর উপাদান হচ্ছে তেল। তাই কম বেশি সবাই চুলে তেল দিয়ে থাকেন। কিন্তু এই তেলকে কার্যকরী করার জন্য প্রয়োজন সঠিক নিয়মে তেল লাগানো। সেই মতো তেল লাগালে চুল সম্পূর্ণ পুষ্টি পায়।  চলুনতবে জেনে নেয়া যাক সেই নিয়মগুলো-

১. চুলে দেয়ার আগে তেল কিছুটা গরম করে নিন। অল্প গরম তেল মাথার তালুতে লাগান। এটি মাথার তালুতে রক্ত চলাচল স্বাভাবিক রাখে। এছাড়াও নতুন চুল গজাতে সাহায্য করে।

২. তেলটি খুব হালকা হাতে ম্যাসেজ করুন। খুব বেশি জোড়ে তেল মাথায় ম্যাসাজ করবেন না এতে চুল আরও বেশি জট বেঁধে যাবে আর চুল ছিঁড়ে যাবে।

৩. সাধারণ নারকেল তেলের সঙ্গে কয়েকটি উপকারী তেল মিশিয়ে নিতে পারেন। যেমন- নতুন চুল গজানোর জন্য ক্যাস্টর অয়েল, রিল্যাক্সের জন্য ল্যাভেন্ডার অয়েল মেশাতে পারেন।

৪. তেল দেয়ার পর ভালোভাবে চুল আঁচড়ে বেঁধে নিন। তবে খুব বেশি টাইট করে চুল বাঁধবেন না। এতে আগা ফেটে যায়। কিছুটা ঢিলা করে বেণী করে নিন।

৫. তেল দেয়ার পর কমপক্ষে এক ঘণ্টা অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। সবচেয়ে ভালো হয় তেল সারারাত মাথায় রাখা। পরের দিন শ্যাম্পু করে ফেলুন।

৬. সাধারণত সবাই চুলে তেল দেয়ার পর আঁচড়ায়। কিন্তু তেল দেয়ার আগে চুল আঁচড়ানো উচিত। তাই তেল দেয়ার আগে চুল আঁচড়ে নিন।