• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

স্বাদের ভিন্নতায় আজ তৈরি করুন আম ডাল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ মে ২০২০  

এখন কাঁচা আম বাজারে খুব সহজেই পাওয়া যাচ্ছে। কাঁচা আমের ভর্তা, আচার, জেলি, মোরব্বা খেতে অসাধারণ লাগে। তবে কাঁচা আম দিয়ে তৈরি ডাল খেয়েছেন কি? যা খেতে বেশ সুস্বাদু হয়।

অনেকেই আম ডাল রান্না করে থাকেন। যা বেশ পুষ্টিকরও। তবে আজ আপনাদের জন্য রইলো আম ডাল তৈরির একটি ভিন্ন ধরনের রেসিপি। যা আপনার খাবারের স্বাদ আরো বাড়িয়ে দেবে। দেরি না করে চলুন জেনে নেয়া যাক রেসিপিটি-  

উপকরণ: এক কাপ মুসুর ডাল, ৩টি কাঁচা আম টুকরো করে কাটা, ১ চা চামচ সরিষা, ২টি শুকনা মরিচ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, চিনি আধা চা চামচ, সামান্য পাঁচফোড়ন। 

প্রণালী: প্রথমে একটি প্যানে মুসুর ডাল সিদ্ধ হতে দিন। ডাল খানিকটা সিদ্ধ হয়ে এলে টুকরো করে রাখা কাটা আমগুলো এতে দিয়ে দিন। আমগুলো হালকা গলে গলে আসবে। এবার অন্য একটি প্যানে তেল দিয়ে তাতে শুকনা মরিচ, সরিষা ও পাঁচফোড়ন একসঙ্গে ভেজে নিন। এই মিশ্রণটি এবার ডালে ঢেলে দিন। তারপর এতে পরিমাণ মতো হলুদ, চিনি ও লবণ দিন। ডাল ফুটে গেলে নামিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেলো সুস্বাদু আম ডাল। এবার ভাতের সঙ্গে পরিবেশন করুন।