• রোববার ১২ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৯ ১৪৩১

  • || ০৩ জ্বিলকদ ১৪৪৫

সরকার চাইলে লেভেল প্লেয়িং ফিল্ড সম্ভব : মাহবুব তালুকদার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

সরকার যদি সরকারি দলের ব্যাপারে নিরপেক্ষ থাকে, তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের অডিটরিয়ামে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। মাহবুব তালুকদারের বক্তব্যের বিষয়ে সভায় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা এটি নিশ্চিত করেছেন।

সভা সূত্র জানায়, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তাঁর লিখিত বক্তব্যে বলেন, সরকার যদি সরকারি দলের ব্যাপারে নিরপেক্ষ থাকে, তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা সম্ভব। ইসির পক্ষে এককভাবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা সম্ভব নয়। তবু আমি মনে করি, সবার জন্য সমান সুযোগ তৈরি করতে পুলিশের একটি বিরাট ভূমিকা আছে।

ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে পুলিশের তালিকা তৈরি সম্পর্কে এই কমিশনার বলেন, অতি উৎসাহী কিছু পুলিশ সদস্যের কর্মকাণ্ডে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। নির্বাচনী কর্মকর্তাদের বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ তথ্য সংগ্রহ করছে। এতে নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে। এতে করে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এটা আমরা চাই না।

নির্বাচনী পরিস্থিতি বর্ণনা দিতে গিয়ে বিগত কয়েকটি সিটি করপোরেশনের নির্বাচনের তথ্য চিত্র তুলে ধরেন সভায়। এ সময় মাহবুব তালকদার অভিযোগ করে বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ‘স্বরূপ সন্ধান’ শিরোনামে আমি একটি প্রতিবেদন তৈরি করে সিইসিকে দিয়েছিলাম। অজ্ঞাত কারণে সেটি এখনও আলোর মুখ দেখেনি।