• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

বিএনপির প্রার্থী মজনুকে গ্রেপ্তার না করার নির্দেশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

ফেনী-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনুকে কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার না করতে মৌখিক নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রবিবার বিচারপতি মুহাম্মাদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশনা দেন।

মজনুর পক্ষে আদালতে শুনানি করেন মাসুদ রানা। সঙ্গে ছিলেন রমজান আলী।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু বিএনপি চেয়ারপারসনের নির্বাচনী আসন ফেনী-১ থেকে বিকল্প প্রার্থী হয়েছেন। খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল হওয়ায় তিনিই দলের মূল প্রার্থী।

আইনজীবী মাসুদ রানা বলেন, ‘রফিকুল আলমের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২২টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন জানান। গ্রেপ্তার না করার বিষয়ে মৌখিক আদেশ দিয়েছেন। এছাড়া সোমবার তার জামিন আবেদনের ওপর শুনানি হবে বলেও আদেশ দিয়েছে হাইকোর্ট।’