• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

মনোনয়ন নিয়ে বিএনপি ও জামায়াতের অন্তঃকোন্দল চরমে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ‍নিয়ে বিএনপি ও জামায়াতের অন্ত:কোন্দল খবর পাওয়া গেছে।  জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপির প্রধান শরিক ‍নিষিদ্ধ জামায়াতে ইসলাম কে ধানের শীষ প্রতীকে ২৫টি আসনে মনোনয়ন দেয়া হয়েছে।  ঠাকুরগাও-২ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছে জামায়াতে ইসলামের আব্দুল হাকিম ।  এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় সিনিয়র ‍সহসভাপতি এবং বালিয়াডাঙি উপজেলা ‍বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. আব্দুস সালাম এর নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।  দিনাজপুর-১ আসনে মনোনয়ন পেয়েছে জামায়াত নেতা মোহাম্মদ হানিফ ।

এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসান ‍সুমন । এই আসনে জামায়াত মনোনয়ন পাওয়ায় দলীয় কোন্দলে বিএনপি নেতা-কর্মীরা নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছে।  নীলফামারী-২ সদর আসনে বিএনপির দলীয় মনোনয়ন সংগ্রহ করেছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান জামান কিন্তু এই আসনে মনোনয়ন পেয়েছে জামায়াতের মনিরুজ্জামান মন্টু ।  এই নিয়ে শামসুজ্জামানের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।   বিএনপি নেতা-কর্মীদের এলাকায় জামায়াতবিরোধী দিয়ে নির্বাচন বর্জনের হুমকি দিয়েছে স্থানীয় বিএনপি ও শামসুজ্জামানের নেতা-কর্মীরা।  গাইবান্ধা-১ আসনে জামায়াত প্রার্থী মাজেদুর রহমান সরকারের মনোনয়ন পাওয়া নিয়ে ওই আসনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  দলীয় কোন্দলে স্থানীয় বিএনপি তে ভাঙনের খবর পাওয়া গেছে। একইভাবে রংপুর-৫,সিরাজগঞ্জ-৪ ,পাবনা-৫, ঝিনাইদহ-৩, কুমিল্লা-১১, কক্সবাজার-২, চট্টগ্রাম-১৫ আসনগুলো অন্ত:কোন্দল চলছে।