• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

শেখ হাসিনাকে ফের ক্ষমতায় আনতে মুক্তিযোদ্ধাদের প্রচারণা শুরু

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৮  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন মুক্তিযোদ্ধারা।

শনিবার মুক্তিযোদ্ধা নেতারা সিলেটের মুক্তিযোদ্ধাদের নিয়ে এই প্রচারণা শুরু করেন।

মাজার জিয়ারত শেষে সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে মতবিনিময় সভা করেন মুক্তিযোদ্ধারা। সিলেট মহানগরীর ধোপাদিঘীরপাড়ে মোমেনের বাসভবন ‘হাফিজ কমপ্লেক্স’-এ এই মতবিনিময় সভা হয়।

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ড. এ কে আবদুল মোমেন। আরও বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু, মুক্তিযোদ্ধা নেতা আবদুল গাফফার কুতুবি, মেজর (অব.) লেলিন, মোহাম্মদ আসালত, আবদুস সালাম মজুমদার, মিনহাজ উদ্দিন, মাকসুদ আহমেদ চৌধুরী, নাজির আহমেদ চৌধুরী, রফিকুল ইসলাম, ফকির শেখ জিয়া উদ্দিন, হুমায়ুন কবির, সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, হাজী এমদাদ, মো. মোসতাক, আবদুর রশীদ মন্ডল মো. ইব্রাহিম, মো. জাহান, রফিকুল হক, পারভেজ আহমেদ প্রমুখ।

বক্তারা আগামী নির্বাচনে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।